বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করলো বিএনসিসি
বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ গেলো বছর বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ অবসরে যাওয়ার পর প্রায় এক বছরের অধিক সময় ধরে কলেজের অধ্যক্ষ পদ শুন্য ছিল।
দীর্ঘদিন পর অক্টোবরে সেই শূন্য পদে অধ্যক্ষ হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক। দীর্ঘ দিন পর নতুন অধ্যক্ষ পেয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন ও খুশিতে আত্মহারা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর আন্ডার অফিসার আব্দুল হালিমসহ প্লাটুনের ক্যাডেট বৃন্দ।
প্রফেসর আন্ডার অফিসার আব্দুল হালিম বলেন আমরা নতুন অধ্যক্ষকে স্বাদরে বরণ করে নিয়েছি। আশা করি তিনি কলেজ এবং বিএনসিসি প্লাটুনেকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি পূর্বেও বিয়ানীবাজার সরকারি কলেজে ছিলেন।
নবাগত আধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক বলেন আমি নিজেও ক্যাডেট ছিলাম। আমি জানি ক্যাডেটরা দেশের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। যে কোন পরিস্থিতিতে তারা দেশের জন্য ঝাপিয়ে পড়ে। তাই বিএনসিসিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার সর্বাত্মক প্রচেষ্ঠা থাকবে। তার সাথে বিয়ানীবাজার সরকারি কলেজের লেখা-পড়ার মান ও এখন অনেক এগিয়ে। আমি চাইবো বিয়ানীবাজার সরকারি কলেজকে শীর্ষ কলেজে পরিণত করার।