বিজ্ঞপ্তি
গোয়ালাবাজারে হেক্সাস শাখার উদ্বোধন
সিলেটঃ সিলেটের অন্যতম ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান হেক্সাস’র ১৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এই শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিল-এর এক্মাম ডাইরেক্টর জিম ওনিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিল সিলেট কেন্দ্র প্রধান কপিল হোসেন চৌধুরী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেক্সাস এডুকেশন পরিচালক আব্দুল কাদির সুমন, সুলতাম আহমদ, ব্যবস্থাপনা পরিচালক শাহিবুল আলম রেজা, পরিচালক জুবের আহমদ, এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ ফয়জুল কবীর চৌধুরী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হারুন মিয়া, এনআরবি ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইংলিশ মেন্টর সুহেল আহমদ ও মিনহাজ মিলাদ প্রমুখ।