শীতের আগমনী বার্তায় থাকতে পারে আরও দুই দিন বৃষ্টি, বিয়ানীবাজারের জনজীবনে স্বস্তি
বিয়ানীবাজার টাইমসঃ কয়েকদিনের ভ্যাপসা গরমে সাধারণ মানুষ হয়ে উঠেছিল ব্যাকুল। তীব্র গরম সাধারণ মানুষের সহ্যসীমা অতিক্রম করেছিল।
তবে মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে বৃষ্টি। দিনে দু-একবার এবং দিবাগত রাতে হয়েছে কয়েক পশলা বৃষ্টি। তাতে উত্তপ্ত বিয়ানীবাজারসহ পুরো সিলেট হয়েছে ঠান্ডা। বৃষ্টির কারণে কমেছে গরম।
আবহাওয়াকর্মকর্তারা বলছেন এই বৃষ্টি থাকতে পারে আরও দুই দিন। তার পর থেকে কমবে গরম। অনুভুত হবে ঠান্ডা।
এদিকে শীতের জন্য ব্যাকুল হয়ে আছেন বিয়ানীবাজারের সাধারণ মানুষ। শীতের আগমনী বার্তা দেখে অনেকটা হাসি ফুটে উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
রাফছান আহমেদ নামে একজন তরুণ বলেন ঠান্ডা আমার খুবই ভালো লাগে। তবে এখন যে পরিমাণ গরম তা থাকার কথা ছিল না। বৃষ্টির পর এই সময়ে ঠান্ডা আসে এটাই জানি আমি। শীতের আগমনী বার্তা দেখে আমার খুবই ভালো লাগছে।
নুসরাত জাহান সাদিয়া নামে একজন যুবতি বলেন শিশির ভেজা সকাল দেখতে আমার ভিষন ভালো লাগে। এখনকার বৃষ্টি হচ্ছে শীতের আগমনী বার্ত। তবে এখন আর আগের মতো ঠান্ডা পাই না। তারপরও ভিষন আগ্রহের সাথে অপেক্ষা করছি শীতের জন্য। কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে গেছি।