বিয়ানীবাজার সংবাদ

কানাইঘাট থেকে ডাকাতি করে ফেরার পথে বিয়ানীবাজারে স্বর্ণালংকারসহ ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদকঃ কানাইঘাট উপজেলায় ডাকাতি করে জকিগঞ্জ-সিলেট রোড দিয়ে ফেরার পথে বিয়ানীবাজারের চারখাই পুলিশ ফাড়ির টহল টিম তিনজন ডাকাতকে আটক করে। পরে তল্লাশী করে তাঁদের কাছে বিপুল পরিমান ডাকাতি করা স্বর্ণালংকার পাওয়া যায়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।

আটককৃত ডাকাতরা হলেন, ওসমানীনগর উপজেলার অমরপুর ইউনিয়নের খাদিমনগর গ্রামের মৃত আরফানুল্লার পুত্র খোকন আহমদ রেজা (৩৬), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামের হাতিম আলীর পুত্র শফিকুল ইসলাম স্বপন (২৪) এবং একই উপজেলার জাওয়া ইউনিয়নের বড়খাপন গ্রামের আব্দুল ওদুদের পুত্র মোহাম্মদ মোনায়েম (২৩)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভোরে ধৃত ডাকাতরা চারখাই আসার পথে চারখাই চেকপোস্টে বিয়ানীবাজার থানার এসআই ফয়সল আহমদ তাঁদের পথরোধ করেন। এসময় আচরন সন্দেহজনক হওয়ায় তাঁদের তল্লাসী করে স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, আমরা তাঁদেরকে আটকের পর বিভিন্ন থানায় খবর নিলে কানাইঘাটের একটি বাড়িতে ডাকাতির খবর পাই। পরে কানাইঘাট থেকে তারা এসে বিয়ানীবাজার থানায় পৌছে ডাকাতির সত্যতা নিশ্চিত করেন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Back to top button