এক পশলা বৃষ্টিতে প্রশান্তির ছোয়া বিয়ানীবাজারের জনজীবনে

বিয়ানীবাজার টাইমসঃ কয়েকদিন থেকে কাটফাটা রোদে বিয়ানীবাজারসহ পুরো সিলেট ছিল উত্তপ্ত। টানা তীব্র গরমে সাধারণ মানুষ হয়ে উঠেছিল অতিষ্ট। বৃদ্ধি পেয়েছিল রেকর্ড পরিমান তাপমাত্রা।
সোমবার(১৮ অক্টোবর) সকালে সূর্যের প্রখরতা থাকলেও আকাশে ছিল সাদা মেঘের উকিঝুকি। অতঃপর বেলা শেষে সন্ধ্যায় আকাশ জুড়ে নেমে আসে এক পশলা বৃষ্টি। আর তাতে মুহুর্তেই ঠান্ডা হয়ে যায় পুরো উপজেলা।
কয়েকদিনের কাটফাটা রোদের পর অবশেষে বৃষ্টির ছোয়া পেয়ে যেন পুরো উপজেলার সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে প্রশান্তির ছোয়া।
রাকিব আহমদ নামে একজন যুবক বলেন কয়েক অনেক তীব্র গরম ছিল। কোন কাজ ছাড়া বাজারে আসিনি। আজকে বৃষ্টি হওয়ায় অনেক ভালো লাগছে।
সামিয়া জাহান নামে একজন বলেন আমার বাসায় বৃদ্ধ আমার মা রয়েছেন। তীব্র গরমের কারণে বৈদ্যুতিক পাখার বাতাস ও গরম হয়ে থাকতো। তাতে বিশেষ করে আমার মায়ের বেশী কষ্ট হতো। আজ বৃষ্টি হওয়ায় তাপমাত্রা এখন অনেকটা সহনীয় হয়েছে। ভালো লাগতেছে।
উল্লেখ্য গত কয়েকদিন রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছিল। তবে সপ্তাহ খানেক পর কিছুটা ঠান্ডার আবহ পড়তে পারে বলছেন আবহাওয়া কর্মকর্তারা।