মৌলভীবাজার
মৌলভীবাজারে ট্রেনে পড়ে এক ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় সিলেটগামী আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শমশেরনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা লোকটি মানসিক রোগী ছিল।