বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সিংহভাগ পেশাদার ক্রিকেটারদের ফিটনেসে নেই মনোযোগ!

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা বিগত কয়েক বছর পুরো সিলেট জুড়ে ক্রিকেটে জনপ্রিয় একটি উপজেলা হয়ে উঠেছে। বড় বিগ বাজেটের টুর্নামেন্ট সহ জাতীয় দলের ক্রিকেটার খেলার পাশাপাশি আয়োজনের দিক দিয়ে বেশ সফল এ উপজেলাটি। তবে এতো টুর্নামেন্টে আয়োজনের ভীড়ে পেশাদার অনেক ক্রিকেটারই উদাসীন ফিটনেস নিয়ে। জাতীয় দলে খেলতে হলে বিভিন্ন ধরনের ফিটনেস পরিক্ষায় উত্তীর্ণ হতে হয় তবে উপজেলা পর্যায় ক্লাব গুলোতে খেলতে এমন নিয়ম না থাকার কারনে দিন দিন ফিটনেসের প্রতি উদাসীন হয়ে পড়ছেন বেশিরভাগ পেশাদার তারকা ক্রিকেটাররা।

অনেক ক্রিকেটার ফিটনেসের কারনে মাঠে ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে ব্যার্থ হচ্ছেন। তবে পেশাদার তারকা ক্রিকেটার’রা যেখানে ফিটনেসের প্রতি অমনোযোগী সেখানে বিয়ানীবাজারে স্থানীয় দুই একটি একাডেমি ও ক্লাবের উদীয়মান ক্রিকেটাররা ফিটনেস নিয়ে যথেষ্ট মনোযোগী রয়েছে। তবে পেশাদার ক্রিকেটারদের ফিটনেসের প্রতি উদাসীনতা কি বার্তা দিচ্ছে উঠতি বয়সী উদীয়মান ক্রিকেটারদের প্রশ্নটা থেকে যায়।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশসের সাবেক সভাপতি ছালেখ হোসেন বলেন, জুনিয়র যে সকল ক্রিকেটাররা বর্তমানে বিয়ানীবাজারের ক্রিকেটে পদার্পণ করছে তারা ফিটনেসের প্রতি যথেষ্ট সচেতন। আমি মনে করি যারা ফিটনেস নিয়ে কাজ করছেনা তারা তাদের উদাসীনতার ফলাফল মাঠে পাবে৷

Back to top button