বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রফিুকল ইসলাম মল্লিক

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিককে নিয়োগ প্রদান করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এপদে নিয়োগ প্রদান করা হয়।

অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক এর আগে বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

এদিকে দীর্ঘদিন অধ্যক্ষহীন থাকার পর কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়েছে। নতুন অধ্যক্ষকে বরণ করতে প্রস্তুতি কলেজের শিক্ষকরা। এরই মধ্যে নতুন অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম মল্লিককে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা।

কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক স্যারকে আমরা কলেজে স্বাগত জানাচ্ছি। সম্ভবত তিনি আগামী সপ্তাহে কলেজে যোগদান করবেন।

প্রসঙ্গত, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদ ২০২০ সালের ২৮ জুন শূন্য হয়। অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ অবসরে যাওয়ার এক বছর তিন মাস ৫দিন পর নতুন অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হলো। মধ্য এ সময়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ তারিকুল ইসলাম।

Back to top button