বারইগ্রাম-আছিরগঞ্জ সড়কে অন্ধকারে এ যেনো একটু আলো! (ভিডিওসহ)

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ এ যেনো অন্ধকারে একটু আলো, দীর্ঘদিন যে রাস্তাটি নিয়ে দূর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার সাধারন মানুষ সেই রাস্তায় উপজেলা চেয়ারম্যানের বিশেষ বরাদ্ধের টাকায় বারইগ্রাম-আছিরগঞ্জ সড়কের অপেক্ষাকৃত খারাপ অংশ বারইগ্রাম তিমুখীতে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেছেন লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন। শনিবার কাজ শুরুর প্রাক্ষালে তিনি উপজেলা চেয়ারম্যানকে জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে তার বিশেষ বরাদ্ধের ধন্যবাদ জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন।
এদিকে, এলজিইডি রাস্তায় মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে উপজেলা চেয়ারম্যানের দেয়া বিশেষ বরাদ্ধ থেকে রাস্তাটি সংস্কার করায় অনেকেই ধন্যবাদ জানালেন চেয়ারম্যানকে।
রিক্সাচালক আমির উদ্দিন জানান, দীর্ঘদিন বারইগ্রাম-গজারাই অংশের রাস্তা বেশী খারাপ। প্রতিদিন ছোটোখাটো দুর্ঘটনার পাশাপাশি যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। বৃষ্টির দিন পায়ে হেটে চলাও অনেকটা কষ্টকর। বিশেষ বরাদ্ধ থেকে বেশী খারাপ অংশে ঢালাই হয়েছে এতে খুশি। আশা করবো তড়িৎ রাস্তাটি ঠিক হয়।
তবে দীর্ঘদিন থেকে এই রাস্তাটির বেহাল দশার কারনে দিনদিন ক্ষোভ বাড়ছে রাস্তাটি ব্যবহার করে চলাচলকারি মানুষের। তাঁদের দাবী যথাশীঘ্রই সম্ভব রাস্তাটি সংস্কার করে মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসবেন জনপ্রতিনিধিরা।
পথচারি আজাদ উদ্দিন বলেন, এ রাস্তার কারনে অনেক রোগীর অবস্থা খারাপ হয়, কয়েক বছর থেকে রাস্তাটি সংস্কার হয়নি। তাই তিনি ক্ষোভের সাথে রাস্তাটি পুরোপুরি সংস্কারের দাবী করেন।
ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন বলেন, এই রাস্তা দিয়ে প্রায় ১৫-২০ টি গ্রামের মানুষ চলাচল করেন, বারইগ্রাম বাজার থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সাধারন মানুষদের দীর্ঘদিনের দাবী অন্তত এই এক কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।
রাস্তাটি এলজিইডির আওতায় থাকায় ইউনিয়ন পরিষদের আসলে কিছু করার নেই জানিয়ে ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের দাবী জানিয়ে আসছি, ব্যাক্তিগত খরচে দুইবার রাস্তাটি সংস্কার করেছে। দাবীর প্রেক্ষিতে এ অর্থবছরে বিয়ানীবাজার-আছিরগঞ্জ সড়কের তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেছে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশল অফিস। আশা করি আগামী বছরের প্রথম দিকেই রাস্তাটির কাজ শুরু হবে।