বিয়ানীবাজার সরকারী কলেজ বিভাগ সেরা তৃতীয় হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিয়ানীবাজার টাইমসঃ হাটি হাটি পা পা করে প্রতিদিনই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বিয়ানীবাজার সরকারী কলেজ। নতুন করে সংযুক্ত হলো আরও একটি সাফল্য। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ভিত্তিতে বিয়ানীবাজার সরকারী কলেজ সিলেট বিভাগের মধ্যে অধীকার করেছে তৃতীয় স্থান। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর তাতেই কলেজের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
হালিমা তুস সাদিয়া নামে একজন শিক্ষার্থী বলেন বিয়ানীবাজার সরকারী কলেজের এ অর্জন দেখে আমার গর্ব হচ্ছে। অহংকার হচ্ছে এই কলেজের শিক্ষার্থী হতে পেরে।
ইফিতি আহমেদ নামে একজন শিক্ষার্থী বলেন বিয়ানীবাজার সরকারী কলেজকে আমরা এখন প্রথম স্থানে দেখতে চাই। আমাদের বিশ্বাস বিয়ানীবাজারন সরকারী কলেজের এই ক্ষমতা আছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ভিত্তিতে বিয়ানীবাজার সরকারী কলেজ ৪৬ নম্বর পেয়ে হয়েছে তৃতীয়, হবিগঞ্জ সরকারী মহিলা ৪৭ নম্বর পেয়ে হয়েছে দ্বিতীয় এবং এবং এমসি কলেজ ৫৫ নম্বর পেয়ে হয়েছে প্রথম। বিয়ানীবাজার সরকারী কলেজের অবস্থান কিংবা শিক্ষাগত মান এখন জেলা পর্যায়ের অনেক কলেজের উপরে বলেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন এখন জেলা পর্যায়ের অনেক কলেজ থেকে এগিয়ে আছে বিয়ানীবাজার সরকারী কলেজ। আমাদের লক্ষ এখন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। বিয়ানীবাজার সরকারী কলেজের আজকের এ অবস্থান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি) ঐকান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে জানান তিনি। সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিদিনই নতুন স্বপ্নের ছোয়ায় এগিয়ে যাচ্ছে বিয়ানীবাজার সরকারী কলেজ। নিজের অস্তিত্ব নিয়ে সাফল্যের সাথে সিলেট বিভাগে মাথা তুলে দাঁড়িয়েছে এই কলেজ। এখন কলেজ প্রশাসন, শিক্ষার্থী এবং পুরো উপজেলা নতুন স্বপ্ন দেখছে এই কলেজ নিয়ে