বড়লেখায় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি বিতরণ
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট শিল্পপতি হুমায়ূন আজিজের অর্থায়নে উত্তর শাহবাজপুরের ৬টি মাদ্রাসার ৬০জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঞ্জাবি বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে উত্তর শাহবাজপুরের সুরমা কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি তোয়াহিদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল খালিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির আহমদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফ প্রমুখ।