কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিউজ ডেস্ক- কমলগঞ্জের আলীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামে এক মুদি দোকানীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজ উদ্দীন হচ্ছেন চিৎলিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়ী তাজ উদ্দীন দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল চৌমুহনীতে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট নেওয়ার পথে রাত ১টায় মারা যান।
আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের চেষ্টা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সোহেল রানা বলেন, `এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখবো’