বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার জলঢুপ সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা কলিমসহ তিনজন আটক
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার জলঢুপে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত ডালিমের পরিবারের মামলায় তাঁদের আটক করে পুলিশ। এ ঘটনায় তিনজন গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।
আটককৃত তিনজন হলেন, কলিম উদ্দিন, সামছুল ইসলাম এবং আবু বক্কর। আহত কলিম উদ্দিনকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকের কমেন্টের সুত্র ধরে বিয়ানীবাজার জলঢুপে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে ডালিম নামের এক যুবকের অবস্থা এখোনো আশংকাজনক বলে জানিয়েছে তার পরিবার।