ফেসবুকে মন্তব্যের জের ধরে বিয়ানীবাজার জলঢুপে সংঘর্ষ, আহত ১০
নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুকে ফুটবল খেলা নিয়ে মন্তব্যের জের ধরে বিয়ানীবাজার দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে লাউতা বিট অফিসার শাহ মোহাম্মদ হিমেলের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা হলেন, সাবেক ফুটবলার ও জলঢুপ স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা জামাল হোসেন জামাল (৪০), ডালিম (৩৫), ফরিদ মনজুর (৩০), কলিম উদ্দিন (৩০), আবু বক্কর (২১), আব্দুল কাদির (৩৮), কুতুব উদ্দিন (৬২), আব্দুর রহমান (৩০), রুমান উদ্দিন (২৩), সামছুল হক (৪০)। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, নতুন কুড়ি ফুটবল একাদশের হার নিয়ে ফেসবুকে ফুটবলার জামাল হোসেনের করা মন্তব্যের জের ধরে নতুন কুড়ি ফুটবল একাদশের কর্মকর্তা ও সমর্থকদের সাথে সাবেক ফুটবলার জামাল হোসেনের বাক বিতন্ডার এক পর্যায়ে জামাল হোসেন হামলার শিকার হোন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তবে এব্যাপারে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই পক্ষ।
লাউতা ইউপি সদস্য, সামছুল হক বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কি নিয়ে সংঘর্ষ ঘটেছে এব্যাপারে এখোনো কিছু জানা নেই।
লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, আহতদের দেখতে সিলেটের পথে রয়েছি। এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ মোটেই কাম্য নয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ফেসবুক কমেন্টের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।