মৌলভীবাজার

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জুবায়ের আহমদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুর্খে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।

জানা যায়,আহত ব্যবসায়ী জুবের আহমদ (৪২) জেলা সদরের কুসুমভাগ এলাকায় রাজা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছামাত্র কে বা কাহারা তার ওপর হামলা করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ প্রতিনিধিকে বলেন, ব্যবসায়ীর ওপর কে বা কাহারা হামলা করেছে তার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Back to top button