জুড়ীমৌলভীবাজার

জুড়ীর প্রতিবন্ধী রাজনের করুণ জীবিকাযুদ্ধ

নিউজ ডেস্কঃ সাহায্য চাওয়ার পুরোপুরি যোগ্য হয়েও কারো কাছে কখনো হাত পাততে রাজি নন, ভূমিহীন প্রতিবন্ধী রাজন (৩৫)। যাঁর অন্যের সাহায্য নিয়ে চলার কথা, তাঁর সাহায্য ছাড়া পরিবার অচল। রাজন জন্ম থেকেই ভূমিহীন, দুর্দশাগ্রস্ত, ও জটিল প্রতিবন্ধী। স্থানীয় শহরেই রাজনদের অস্থায়ী বসবাস।

১৯৯৬ ইং সাল থেকে এ পর্যন্ত টানা প্রায় ২৫ বছর যাবৎ একটি বাক্স দ্বারা অস্থায়ী ভাবে পান, সিগারেট, চকলেট, চানাচুর বিক্রি করে চলে তাঁর অভাব-অনটনের সংসার। শারীরিক দুর্লভ প্রতিবন্ধকতা ও চরম দরিদ্রতার সাথে অবিরাম তুমুল যুদ্ধ করে কোনোরকম পার করছেন তাঁর পারিবারিক জীবনযাপন। প্রাকৃতিক প্রতিকূলতায়ও থেমে নেই তাঁর এ জীবনযুদ্ধ। কেননা, জন্ম প্রতিবন্ধী এ রাজনের উপার্জন ছাড়া স্বজনদের মুখে সামান্য ডাল-ভাতের বিকল্প ব্যবস্থা নেই। হতদরিদ্র অসহায় রাজনদের কোনো ভিটেমাটি না থাকায় পরের বাড়ীতে থাকতে হয় তাঁদের।

বৃদ্ধ মা-বাবা ও ৩ বোনসহ ৬ সদস্যের অসহায় এ পরিবারটির একমাত্র ভরসা প্রতিবন্ধী রাজনের উপার্জন। তবে, এখন আর তাঁর বাবা নেই। গতবছর তাঁর বাবা মারা যান। শৈশব থেকে আজ পর্যন্ত করুণ জীবিকার্জন সংগ্রামে অত্যন্ত পরিশ্রান্ত অসহায় মোঃ রাজন মিয়া। বর্তমানে মৌলভীবাজারের জুড়ী কামিনীগঞ্জ বাজারস্থ জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সামনে “মুন্না পান ভাণ্ডার” নামে একটি বাক্সের মাধ্যমে পান চকলেট বিক্রি করে চলছে তাঁর দরিদ্র সংসার।

Back to top button