কমলগঞ্জে চা বাগানে শিশুকে চকলেট দিয়ে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহনলাল ভর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আটক মোহনলালকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১ জুলাই দুপুরে উপজেলার মাধবপুর ইউপির মদনমোহন চা বাগানের লছমিপাড়া শ্রমিক লাইন এলাকায় ৪ বছরের শিশুকে একা পেয়ে চকলেট দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর থেকেই মোহনলাল আত্মগোপন করে। মোহনলাল ভর মাধবপুর চা বাগানের মৃত সিতারাম ভরের ছেলে।
শিশুর বাবা দীপক রিকিয়াশন ২ জুলাই দুপুরে মোহনলাল ভরকে আসামি করে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় আড়াই মাস পর মোহনলাল তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এএআই সিরাজুল ইসলাম শুক্রবার সকালে মাধবপুর চা বাগান থেকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মোহনলাল ভরকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।