বিয়ানীবাজার সংবাদ

কাল বিয়ানীবাজারে প্রীতি ম্যাচে মুখোমুখি বিশ্বনাথ ও বিয়ানীবাজার ফুটবল একাদশ

বিয়ানীবাজার টাইমস ঃ আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী ক্রীড়া সংগঠক সামছুল হক, খালেদ আহমদ ডালিম, এমদাদ হোসেন সুবেলের সম্মানে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা।

প্রীতি ম্যাচে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশের মুখোমুখি হবে বিশ্বনাথ উপজেলা ফুটবল একাদশ। শুক্রবার দুপুরে স্থানীয় পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে উভয় দল মাঠে নামবে।

এদিকে প্রীতি ম্যাচকে সামনে রেখে মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দায়িত্বশীলরা।

ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার ফ্রান্স প্রবাসী এমদাদ হোসেন সুবেল বলেন, এরকম আয়োজন উপজেলার ফুটবল এবং ফুটবল প্রেমীদের জন্য সুখবর। সেই সাথে আমরা যারা প্রবাসী আছি সব সময় চেষ্টা করি খেলার সাথে থাকার জন্য।

Back to top button