মৌলভীবাজার

শ্রীমঙ্গলে এক্সেভেটরে আগুন: সন্দেহভাজন আটক

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ভূমি উদ্ধারকাজে যাওয়া এক্সেভেটর পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম সোলেমান মিয়া (৩৫) শ্রীমঙ্গল শহরতলীর ক্যাথলিক মিশন সড়কের লোকমান মিয়ার ছেলে। সোলেমান মিয়ার পিতা লোকমান মিয়ার রেলওয়ের ওই দখলকৃত ভূমিতে নিউ হাতিল ফার্নিচার নামে একটি দোকান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের ভূমি উদ্ধারে আজ সকালে রেলওয়ে একটি এক্সেভেটর নিয়ে শহরের ভানুগাছ সড়কে পৌঁছালে সেটাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে,তবে এতে ওই এক্সেভেটরটি ড্রাইভার কেবিনটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান,আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সোলেমানকে আটক করে থানায় নিয়ে এসেছি,জিজ্ঞাসাবাদের পর এব্যাপারে বিস্তারিত বলা যাবে।

এদিকে এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Back to top button