বড়লেখা

বড়লেখায় মানসিক প্রতিবন্ধি তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বড়লেখায় মানসিক প্রতিবন্ধি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই তরুণীর ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত আব্দুর রব ওরফে রবুকে (৪২) গ্রেফতার করেছে। জানা যায় ঐ তরুণীর বয়স(২০)বছর।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আব্দুর রব ওরফে রবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রব উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ মাইজগ্রামের জরি মিয়ার ছেলে।

বড়লেখা থানা পুলিশ ও অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮ ঘটিকায় মানসিক প্রতিবন্ধি ঐ তরুণী প্রতিবেশী আব্দুর রব ওরফে রবুর বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে আব্দুর রব তাকে ডেকে তার ঘরে নেয়। একপর্যায়ে আব্দুর রব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি তার স্বজনদের জানায়।

স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এই ঘটনায় তরুণীর বড় ভাই দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে সেকেন্ড অফিসার (এসআই) সুব্রত কুমার দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী আব্দুর রব ওরফে রবুকে গ্রেফতার করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার দুপুরে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তার ভাই থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামী আব্দুর রব ওরফে রবুকে গ্রেফতার করেছে। তাকে আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button