বিয়ানীবাজার পৌরসভার সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভার সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের পৌরশহরের মধ্য বাজারে অবস্থিত অফিসে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে পৌর শহরের মধ্য বিয়ানীবাজারের অফিসে এক দল মাদ্রাসা ছাত্রদের হামলা করতে দেখা যায়। এ সময় লাটি সোটা সহ ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
জানা যায়, হামলাকারীরা বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর হযরত হায়দার শাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ঘটনার এক পর্যায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ফজলে করিম রাব্বি নামের এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে হামলার দুটি ভিডিও শেয়ার করেন। তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাদ্রাসার কিছু ছাত্র এ হামলা চালিয়েছে। তবে কিকারনে এমন হামলা এব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এবিষয়ে আলোচনা চলছে।
বিস্তারিত আসছে…