বিয়ানীবাজার সংবাদ

সুনামগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক- নগরের মাছিমপুর থেকে মাছুম আহমদ (২২) নামে এক যুবককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে এসএমপির এয়ারপোর্ট থানার একদল পুলিশ সদস্য।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণ মাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত মাছুম আহমদ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মনছুর আলীর ছেলে।

পুলিশের বার্তায় বলা হয়, সিলেটের এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় (নং-১৫) তাকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া মাছুম আহমদ এ মামলার ঘটনার সাথে জড়িত এমন প্রমাণও পাওয়া যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজই আদালতে সোপর্দ করা হবে বলেও জানানো হয়েছে।

Back to top button