বিয়ানীবাজারে -সিলেট আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপুর্ণ খুঁটি নিয়ে উদাসীন পল্লি বিদুৎ কর্তৃপক্ষ
মহসিন রনি – সিলেট আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি পুর্ণ একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে প্রতিদিন চলাচল করছে তিন উপজেলার কয়েক লাখ মানুষ। দীর্ঘ দিন থেকে পৌর শহরের বাস স্ট্যান্ডের পাশে আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি পুর্ণ এই বৈদ্যুতিক খুঁটিটি দন্ডায়মান থাকলেও কর্তৃপক্ষের নজরে আসছে না। স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সহ সিলেটের দৈনিক বিভিন্ন পত্রিকাতে একাধিক সংবাদ প্রকাশের পরও টনক নড়ছে না পল্লি বিদুৎ কর্তৃপক্ষের।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বাস স্ট্যান্ডের পাশেই তিন রাস্তার মধ্যখানে আঞ্চলিক মহাসড়কের একটি ঝুঁকি পুর্ণ বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে। যেখানে রাতের আধারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এছাড়াও, গত কয়েক মাস আগে প্রতিবেদকের সামনেই ঝুঁকি পুর্ণ এই খুটি ও গাড়ির সংঘর্ষে একটি দেশীয় গরু প্রাণ হারায়।
দীর্ঘ দিন থেকে ঝুঁকি এই বৈদ্যুতিক খূঁটি একই অবস্থানে থাকায় স্থানীয়দের অভিযোগের কমতি নেই। মিনহাজুর রহমান নামের এক পথচারী বলেন, আমরা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করি যানজট অতিক্রম করতে যেখানে ভোগান্তি পোহাতে হয় সেখানে এই খুঁটি অতিরিক্ত মাত্রায় ঝুঁকিতে রয়েছে। শামিম আহমেদ নামের এক গাড়ি চালক বলেন, আঞ্চলিক মহাসড়ক গুলোতে গাড়ি খুব দ্রুত চলে এর এখানে তিনটি রাস্তা একত্রে যোগ হওয়াতে এই খুঁটিটি খুবই ঝুঁকি পুর্ণ এ বিষয়ে কর্তৃপক্ষের নজর দেয়া উচিত।
বিষয়টি নিয়ে সিলেট পল্লি বিদুৎ সমিতি-১ এর বিয়ানীবাজারের দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্মণের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে সঠিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট পল্লি বিদুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস.এম.হাসনাত হাসান প্রতিবেদককে বলেন, বিষয়টি আমরা নজরে নেবো। ইতিমধ্যে ঝুঁকি পুর্ণ খুটি গুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে,গোলাপগঞ্জ উপজেলায় ও অনেক ঝুঁকি পুর্ণ খুটি সরানো হয়েছে। আবহাওয়া ও গরমের কথা চিন্তা করে আমরা শীত মৌসুমে খুঁটি গুলো স্থানান্তর করবো।