বিয়ানীবাজারে তীব্র গরমে হাসফাস

বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজার উপজেলায় কয়েকদিন থেকে তীব্র গরম পরেছে। তবে গতকাল রবিবার বেশি গরম অনুভুত হয়েছে। এই দিনে নিদারুন সুর্যতাপে মানুষের প্রান ছিলো অতিষ্ট ৷ সারাদিন ধরে গরম যে অবস্থায় ছিল, সন্ধ্যার পরে তার পরিবর্তন হয় নি একটুও। রবিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্নটাও ভয়জাগানিয়া – ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস।
তার ব্যাতিক্রম নয় আজ সোমবারও। দিনভর গরমে পূড়েছে পুরো লোকালয়। এখন শুধু বৃষ্টির আকাঙ্ক্ষায় মানুষ,তবে আবহাওয়া অফিস বলছে এমন গরম থাকবে আরো দুইদিন।
সূর্যের তীব্র তাপে বিয়ানীবাজারের জনজীবন এখন হয়ে উঠেছে অতিষ্ট। একটু ঠান্ডা বাতাসের জন্য সাধারণ মানুষ ব্যাকুল হয়ে উঠেছেন। তীব্র গরমের কারণে পৌরশহরে মানুষ নিজেদের ব্যস্ততা শেষে তড়িৎ গতিতে ফিরছেন বাসায়।
অতিরিক্ত গরমের কারণে বিয়ানীবাজারে বেড়েছে কোমল পানীয়ের কদর। সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেখা যায় রাস্তার পাশে থাকা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত কিনে খাচ্ছেন সাধারণ মানুষ। আবার অনেকেই গ্লোসারি দোকান গুলো থেকে কিনছেন ড্রিংকস।
হাসান আহমেদ নামে একজন পথ যাত্রী জানান কয়েক হালি লেবু কিনে নিয়ে যাচ্ছি। বাসায় নিয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত খাবো। তিনি জানান তার বাসায় তার বৃদ্ধা দাদু রয়েছেন। অতিরিক্ত গরমে তিনি সব থেকে বেশী কষ্ট পাচ্ছেন।
উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় গাছের নিছে খালি গায়ে অনেকি শুয়ে আছেন একটু বাতাসের জন্য। তারপর ও যেন তারা হতাশ হচ্ছেন। তারা এখন শুধু এই তীব্র গরমে একটু বৃষ্টির প্রার্থণা করছেন।
আজ সিলেটে সর্বোচ্ছ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিধরা বলছেন ২/১ দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। তখন গরম অনেকটা কমে আসবে।