বিয়ানীবাজার সংবাদ

শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বিয়ানীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান

জুবায়ের আহমদ ও তাহের আহমদঃ দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর রোববার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ছিলো বিয়ানীবাজারের শিক্ষাঙ্গন। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের বরণ করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা আয়োজন গ্রহন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে স্কুল ও কলেজে লাইন বেঁধে ঢুকছেন মাস্ক পরিহিত শিক্ষার্থীরা। থার্মোমিটার দিয়ে মাপা হচ্ছে তাদের শরীরের তাপমাত্রা, যারা মাস্ক আনেনি তাদেরকে মাস্ক সরবরাহ করে প্রবেশ করানো হচ্ছে, ক্লাসের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়া হচ্ছে পাঠদান। এতো নিয়মের মধ্যেও বিদ্যালয়ে ফিরে এসে উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিয়ানীবাজার সরকারি কলেজসহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা যায়।

বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী হালিমাতুজ সাদিয়া বলেন, দীর্ঘদিন পর কলেজে আসতে পেরেই ভালো লাগছে। আশা করছি আমরা সকল প্রতিকুলতাকে কাটিয়ে স্বাভাবিক জীবনে শিক্ষাগ্রহন করতে পারবো।

আরেক শিক্ষার্থী মাহিন হোসেন বলেন, কলেজে ভর্তি হওয়ার পরে প্রথম কলেজে এসেছি। স্বাস্থ্যবিধি মেনে এভাবেই আমরা ক্লাস করতে চাই।

কলেজের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো ব্যাপক। উপজেলার মুড়িয়া ইউপির মাইজকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে বরন করে নেয়া হচ্ছে। এছাড়াও ক্লাসের অভ্যন্তরে সামাজিক দূরত্ব মেনে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। একই ইউনিয়নের দক্ষিন মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফুল দিয়ে বরন করে নিচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি একাংশের সাধারন সম্পাদক বারইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফর উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা মেনে বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পাঠদান। করোনাকালীন শিক্ষাজটকে কাটিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে গতি পাবে বলে তিনি আশা করেন।

পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শিক্ষার্থীরা সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যালয়ে প্রবেশ করেছে। এ সময় শিক্ষকরা তাদের তাপমাত্রা পরীক্ষা করেছেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর কলেজ খুলেছে, শিক্ষার্থীদের উপস্থিতি আশাব্যঞ্জক। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছি। হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কলেজে একটি রুমে আইসোলেশন সেন্টার রয়েছে, কেউ অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসাসেবা দেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলার প্রথম দিনে পৌর এলাকায় অবস্থিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদক্ষিন করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান শুরু হয়েছে।

Back to top button