মৌলভীবাজারকুলাউড়া

কুলাউড়া পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান

কুলাউড়া প্রতিনিধি:
সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পরেই মশক নিধনের উদ্যোগ নেন কুলাউড়া পৌর মেয়র। বৃহস্পতি ও শুক্রবার ২ দিন ব্যাপী পৌর এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলে এ মশক নিধন অভিযান।

মশক নিধনের স্প্রে প্রয়োগ কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে পরিদর্শন ও তদারকি করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

পৌরসভা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে স্কুল-মাদ্রাসাসহ মোট ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ২দিন ব্যাপী এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান চালানো হয়।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধা থাকায় মশা ও ডেঙ্গু বিস্তার ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই এই মশক নিধন স্প্রে’র ব্যবস্থা করা হয়েছে।

Back to top button