বিয়ানীবাজার সংবাদ

আগামীকাল বিয়ানীবাজারে একসাথে সব ইউনিয়ন ও পৌরসভায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে

বিয়ানীবাজার টাইমস- আগামীকাল বিয়ানীবাজার উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু করবেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা

গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, গণটিকার প্রথম ডোজ দুইধাপে সম্পন্ন করা হয়েছিলো। কিন্তু দ্বিতীয় ডোজ আমরা একদিনে ১০ ইউনিয়ন ও পৌরসভায় সম্পন্ন করবো। এতে তিনি সংশ্লিষ্ট সবার সগযোগিতা কামনা করেন।

গত ৭ ও ৮ আগস্ট গণটিকার প্রথম ডোজ চীনের তৈরী সিনোফার্মের ভেরোসেল প্রদান করা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা দুই ধাপে ৬ হাজার ৫শত ৬৭জনকে এ টিকা প্রদান করেছিলেন । সকাল ১০টা থেকে প্রত্যেক ওয়ার্ডের পূর্বের টিকা কেন্দ্রে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Back to top button