মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা চান ১০ প্রার্থী

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদর উপ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা৷

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব এবং সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র ধর।

বৈঠকে উপস্থিত একাধিক নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের জন্য নৌকার মনোনয়নের জন্য প্রার্থী হিসেবে ১০ জনের নামের তালিকা করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। এই দশজন হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, সদস্য আবু শহীদ আব্দুল্লাহ, সদস্য মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।

নাম প্রকাশ না করার শর্তে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা সিলেটটুডে কে জানান, এই নির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের কাছে আমরা ১০ জনের নাম পাঠিয়েছি। জেলা থেকে এই নামগুলো ঢাকায় যাবে। ঢাকায় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করবে। আমরা প্রায় সবাইকে নিয়েই বসেছিলাম। সবাই নৌকার মনোনয়ন চান। সে জন্য আমরা সমঝোতায় পৌছাতে না পেরে সবার নামই পাঠিয়েছি।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান মুঠোফোনে সিলেটটুডে কে বলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কাছ থেকে আমরা দশজনের নামের তালিকা পেয়েছি। এই তালিকাটি আমরা কেন্দ্রে আমাদের দলের যে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে সেখানে পাঠাবো। সেখান থেকে চূড়ান্ত হবে আমাদের দলের প্রার্থীর নাম৷

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপনজ্যোতি অসিম বলেন, এই নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩১ হাজার ৬ শত ১৬জন। আগামী ৭ অক্টোবর হবে উপজেলা পরিষদের উপ নির্বাচন এবং এই নির্বাচনে ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণ করা হবে।

Back to top button