কুলাউড়ায় রেলক্রসিংয়ে মাইক্রোবাসক ট্রেনের ধাক্কা, নিহত ৩ আহত ৫ (আপডেট)
কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ভাটেরা স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এঘটনায় শিশুসহ ৩ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন স্থানীয় লোকজন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো চ- ১৩-৯৮১৭ নাম্বারের গাড়িটি সিলেট থেকে যাত্রী নিয়ে কুলাউড়ার ভাটেরায় একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলো। এসময় ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় “মোরা বাসস্ট্যান্ডের” পশ্চিমে রেললাইনের উপরে ওঠা মাত্র সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোতে থাকা ৮ জনের মধ্যে ১ শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে অন্যান্য আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হতাহতদের সবাই একই পরিবারের বলেও জানা গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ঘটনাস্থলে যান। তিনি জানান, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুরে কুলাউড়া জংশন স্টেশন ছেড়ে যায়। এর কিছু সময় পর ভাটেরার হোসেনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ১ শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও ৫ জন।