বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর-দাসগ্রাম সড়কে গর্ত, ঝুঁকিতে যাতায়াত

মহসিন রনি: বিয়ানীবাজার পৌরসভার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ৬ নং ওয়ার্ড দাসগ্রাম-ফতেহপুর নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় দুই হাজারের বেশি। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে বিয়ানীবাজার পৌরসভার পথ ও বেরিয়েছে এ ছাড়াও দাসগ্রাম হয়ে চন্দরপুর-সিলেট সড়ক দিয়ে সিলেট যাওয়ার সময় কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন৷ তবে ২০১৭ সালের নির্বাচনের পর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোনো সংস্কার কাজ হয়নি এমনটাই দাবি স্থানীয় বাসিন্দারদের।
অন্যান্য ওয়ার্ড গুলোর তুলনায় অনেকটায় পিছিয়ে আছে এই দাসগ্রাম-ফতেহপুর এর উন্নয়ন কাজ। রাতের আধারে বৃহস্পতিবার রাতে দুইটি রিকশা ও একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, এই সড়কটি স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে অবস্থিত হলেও অজানা কারনে দীর্ঘ দিন থেকে সংস্কার হচ্ছেনা। অপরিকল্পনা আর পর্যবেক্ষণ ও সংস্কারের অভাবে ড্রেনের সাথে মিশে একাকার হতে বসেছে এই সড়কটি। এছাড়া ও দাসগ্রামের আব্দুস ছাত্তার সড়কের কালভার্টের পাশে অবিচ্ছিন্ন বড় বড় একাধিক গর্ত রয়েছে যেগুলোতে প্রতিদিন রাতের আধারে ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দার মামুনুর রশিদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন আমার একাধিকবার যাতায়াত করতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা আজ দীর্ঘ দিন থেকে এই সড়কের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি রাতের আধারে অনেকবার মোটর সাইকেল নিয়ে এই গর্তে পড়েছি।
ইরফান রুহুল নামের আরে ভুক্তভোগী বলেন, দিনের বেলায় যেখানে এই সড়ক দিয়ে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে,রাতের বেলা তো চোখে দেখা যায়না। যদিও দীর্ঘ দিন এই সড়ক সংস্কার হয়নি তবুও আশা করছি দ্রুত সংস্কার করে দেয়া হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সরাজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি পৌর মেয়রের সাথে আলাপ করবো। আলাপ করে ব্যবস্থা করা হবে।