বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারের দুর্ঘটনাস্থলের সেই গর্ত ভরালো কয়েকজন যুবক
বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে গতকাল রাতে জলঢুপ এলাকায় মরহুম মাওলানা আয়ুব আলী মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সেই দুর্ঘটনা কবলিত স্থলে বাকের মধ্যে ছিল একটি ভয়ঙ্কর গর্ত। রাতের আধারে দূর থেকে আচ করার কোন উপায় থাকে না এখানে একটি গর্ত রয়েছে। কাছে আসার পর গর্ত দেখে আর গাড়ি নিয়ন্ত্রণ করার সুযোগ হয় না।
জলঢুপ এলাকার বাকে রাস্তার মধ্যকার গর্ত আজ বৃহস্পতিবার কয়েকজন যুবক সেই গর্ত ভরাট করে দেন। যাতে নতুন করে এই গর্তকে কেন্দ্র করে আর কোন দুর্ঘটনা সৃষ্টি না হয়। গর্ত ভরাট করতে দেখা যায় আনিস হুসাইন, কামরুজ্জামানসহ আরও কয়েকজন যুবককে।
গর্ত ভরাট করার সময় তাদের একটি পিকচার তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট হওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।
তাদের এমন মানবিক কাজ দেখে সাধুবাদ জানান স্থানীয় জনতা থেকে সর্বমহলের জনসাধারণ।