বহুরুপী রোকেয়া চুরি করতে গিয়ে জনতার হাতে আবারও আটক, থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ ২৫ হাজার টাকায় থাকেন বিলাসবহুল বাসায়, অথচ পেশা তার চুরি। বিয়ানীবাজার উপজেলায় জনতার হাতে আটক হয়েছে রোকেয়া বেগম (৪২)নামের এক পেশাদার মহিলা চোর। বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা হাসপাতালস্থ সিটি ডায়গনেস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে আসা এক মহিলার ব্যাগ ও নগদ অর্থ চুরির সময় জনতার হাতে আটক হোন অভিযুক্ত মহিলা। পরে উৎসুক জনতা মহিলাকে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত মহিলা একজন পেশাদার চোর। বিয়ানীবাজার থানায় দুইটি ও কানাইঘাট উপজেলায় তার নামে একটি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজায় স্বর্ন চুরি সহ বিয়ানীবাজারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটক হোন এই মহিলা। বিলাসবহুল জীবনযাপনে বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে।
জানা যায়, ঐ মহিলার স্বামীর বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় তবে দীর্ঘ দিন থেকে বিয়ানীবাজার পৌর শহরের একটি ভাড়া বাসায় তার বসবাস।এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।