বিয়ানীবাজারে করোনা আক্রান্ত কেউ মারা গেলে ডাক পড়ে তাদের?

জুবায়ের আহমদ: করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার পর অনেকেই কাছে আসেন না, অনেক পরিবার মৃত লাশকে ঘরে পর্যন্ত নিতে দেন না। অনেক সন্তান দূর থেকে থাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। অথচ করোনা পজিটিভ কারোর মৃত্যুর খবর মোবাইলে পাওয়া মাত্র সিলেটের যেই প্রান্তে হোক না কেনো ডাক পড়ে তাঁদের। বিনা পারিশ্রমিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা করোনা আক্রান্ত মৃতদের দাফন-কাফন করেন ধর্মীয় সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে। সাদা এ্যাপ্রনে ডাকা এসব তরুন নিজেদের নিয়ে ভাবেননা। সমাজের অনেক প্রতিকুলতাকে পায়ে ঠেলে মানবকল্যানে কাজ করে যাচ্ছে প্রতিশ্রুতি কাফন দাফন স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা, যাদের টিমে রয়েছেন ২৫ জন সদস্য।
সদস্যদের সাথে কথা বলে জানা যায়, করোনার আজ দু বছর। সেই শুরু থেকে তারা কাফন দাফনের কাজ করে আসছেন। শুধু কাফন দাফন নয় কভিড রোগীদের তারা অক্সিজেন সেবাও দিয়ে আসছেন শুরু থেকে। রাত কিংবা দিন তাদের বিরামহীন ছুটে চলে অক্সিজেন দিতে কিংবা কাফন দাফন করতে। অথচ বিনিময়ে তারা নেন না কোন পারিশ্রমিক। শুধু তারা চান সৃষ্টি কর্তার নৈকট্য। মৃত্যু ঝুকি উপেক্ষা করে পরম মমতায় লাশকে শেষ গোসল দিয়ে তারা কবর পর্যন্ত রেখে আসেন। যখন ভয়ে কেউ কাছে আসেন না তখন তারা পরম আদরে লাশকে ধরে কবরে শোয়ান।
প্রতিশ্রুতি কাফন দাফন টিমের সদস্য সাজু মিয়া বলেন, প্রথমে এই কাজে যখন আসি তখন পরিবার থেকে অনেক বাধার সম্মূখীন হয়েছি। পরিবারের সবাই অনেক বেশী ভয় পেত। তবে এখন আমার পরিবার আমাকে অনুপ্রেরণা দেয়।
প্রতিশ্রুতি কাফন দাফন টিমের সদস্য এস এ রুমেল বলেন, কভিড লাশের দাফন করার জন্য আমাদেরকে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়েছে। আমাদেরকে দেখে মসজিদ তালা মারা সেই মসজিদের পুকুরেও আমাদেরকে হাত পা ধুতে দেওয়া হয় নি। এমন কী ঈদের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ দেওয়া হয়নি আমাদেরকে।
সৈয়দ খালেদ বলেন, এখন পর্যন্ত আমরা ৪৮ জনকে দাফন করেছি। কারো কল পাওয়া পর্যন্ত আমরা যত দ্রুত সম্ভব আমরা ছুটে যাই। গোসল দেওয়া থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত আমরা সব কিছু করে আসি। আমাদের একটি উদ্দেশ্যে আল্লাহকে খুশি করা।
তারা বলেন কভিড রোগীদের পাশে থাকার জন্য, দাফন করার জন্য অনেকেই আমাদেরকে আড় চোখে দেখেন। কেউ কেউ আমাদের পাশে বসেন না আবার অনেকেই আমাদের কাছে কিছু বিক্রি করেন না।
দিন শেষে এই মানবতার ফেরিওয়ালাদেরও পরিবার রয়েছে। তারপরও সব ঝুকি নিয়ে তারা এগিয়ে এসেছেন মানব সেবায়। তাদের একটি চাওয়া করোনা মুক্ত হোক সিলেটসহ পুরো দেশ। আবারও হাসি ফুটে উঠুক সবার মুখে।