বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন আরো ২জন, এনিয়ে উপজেলায় অফিসিয়ালি মৃত্যুবরন করলেন ৬৩ জন।

এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন, মঙ্গলবার রাতে সিলেট ল্যাবে পাঠানো ২৮ আগস্টের নমুনা ৬জন এবং বিভিন্ন হাতপাতালে চিকিৎসাধীন ছিলেন ২জন। এ নিয়ে উপজেলায় করোনা পজিটিভ হেলে ১৪৭৩জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা থেকে নতুন ৬জন আক্রান্তরা পৌরসভার নয়াগ্রাম, দাসগ্রাম, ও সুপাতলা, মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম ও বড়উধা এবং কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসহাক আজাদ জানান, করোনা মারা যাওয়া দুইজনের দাফন ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। তারা সিলেটে চিকিৎসাধান ছিলেন। তাদের মধ্যে একজনের বাড়ি মাথিউরা এবং অন্যজনের বাড়ি লাউতায়।

Back to top button