কুলাউড়া

কুলাউড়ায় খাসি গারোদের উপর ৪ দফা হামলা, উচ্ছেদের আতঙ্কে আছেন তারা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় আবারও হামলার শিকার হলো খাসি গারো আদিবাসী বাসিন্দারা।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া, লুটিজুড়ী ও নার্সারি পুঞ্জিতে এ ঘটনা ঘটে। অসুস্থ স্ত্রীর চিকিৎসা করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পুঞ্জির প্রবেশ গেটে মুরইছড়া পুঞ্জির বাসিন্দা স্বামী-স্ত্রী দুজনকে আটকিয়ে বাজারে নিয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় রফিক মিয়ার বাহিনীরা।

একই সময়ে লুটিজুড়ী পুঞ্জির থমাস রিছিল (৫০) নামক এক ব্যাক্তিকে রাস্তায় আটকিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। ওইদিনে নার্সারি পুঞ্জির একজনের উপর হামলা করা হয়। এ নিয়ে চার দফা হামলার শিকার হয়েছেন তারা। প্রাণনাশের হুমকি দিচ্ছে রফিক গংরা। প্রশাসন এ ঘটনার সমাধানের আশ্বাস দিলেও, এর স্থায়ী সমাধান না পাওয়ায় আতঙ্কে আছেন তারা। কেউ বাইরে বের হতে পারছেননা, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

স্থানীয় খাসি বাসিন্দারা জানান, সামাজিক বনায়ন নিয়ে উপকারভোগী কর্মধার বাসিন্দা রফিক মিয়া, বশির মিয়া, হারিছ আলী, হারুন মিয়া, ইসরাইল আলীসহ আরও কয়েকজনের সাথে স্থানীয় ডুলুছড়া পুঞ্জির খাসিদের বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার গভীর রাতে বেলুয়া পুঞ্জির পাঁচ বাসিন্দার ২৫ একর জমির ২ হাজার ৮০০ পান গাছ কেটে ফেলা হয়।

ওই ঘটনায় বেলুয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) হেনরি তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার ভোরে আবারও ডুলুছড়া পুঞ্জিতে তিন পরিবারের ৫০০ পান গাছ কেটেছে রফিক বাহিনীরা। পান জুম কাটার খবর পেয়ে পুঞ্জির বাসিন্দারা সেখানে বাধা দিতে গেলে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে ওইদিন বেলকুমা (পানাই), কুকিজুড়ীর ও মুরইছড়া পুঞ্জিতে ৯ জনের উপর হামলা করা হয়।

ডুলুছড়া পুঞ্জির বাসিন্দা ভুক্তভোগী লরেন টংপিয়ার (৪৫) কান্নাজরিত কন্ঠে বলেন, আমার একটায় পানজুম ছিল। পানজুমের উপর নির্ভর করে চলে সংসার। আমার পানজুমের ৩০০ পান গাছ কাটায় অসহায় হয়ে গেছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে খেতে হবে। এতো বড় সংসার চলবো কি করে।

আদিবাসীদের ওপর হামলার ঘটনায় নাগরিকদের একটি প্রতিনিধি দল রোববার (২৯ আগস্ট) দুপুরে পুঞ্জির ক্ষতিগ্রস্ত পানজুম পরিদর্শন এবং হামলায় আহতদের সঙ্গে দেখা করেন নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা।

সম্মিলিত নাগরিক দলের হয়ে পরিদর্শন করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ডাডলী ডেরিক প্রেন্টিস, বাসদ নেতা অ্যাডভোকেট আবুল হাসান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, সাধারণ সম্পাদক সুমন দেববর্মা, মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন সুরের ভেলার সভাপতি রনজিত জনি, ছাত্রনেতা প্রীতম দাস, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, আদিবাসী নেত্রী ও মানবাধিকার কর্মী হীরামন হেলেনা তালাং, খাসি স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধি ও খাসি প্রেসবিটারি সামাজিক প্রতিনিধি বৃন্দ ।

প্রতিনিধি দলের সদস্য জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ডাডলী ডেরিক প্রেন্টিস বলেন, সম্প্রতি কয়েকটি হামলার ঘটনায় পুঞ্জির বাসিন্দারা আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বনায়নের নামে আদিবাসীদের উচ্ছেদের লক্ষ্যে পান জুমের গাছ নষ্ট করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে অনুরোধ করছি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, বংশপরম্পরায় পান চাষ করে খাসি জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে আসছে। বনবিভাগ সামাজিক বনায়ন করুক, এটা আমরাও চাই। কিন্তু বনায়ন নামে পানজুম ধ্বংস করে খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। এর আগেও কুলাউড়ার বিভিন্ন পুঞ্জিতে পান গাছ কেটে খাসিদের জীবিকায় আঘাত হানা হয়েছে। নিরীহ আদিবাসী খাসিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ সমস্যার একটি স্থায়ী সমাধানে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় রোববার সন্ধ্যায় বলেন, পুঞ্জির বাসিন্দারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেজন্য মুড়ইছড়া প্রবেশ গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Back to top button