জুড়ীতে যুবলীগের তদন্ত টিম
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের ঘটনা সরেজমিনে তদন্ত করতে এসেছে যুবলীগের কেন্দ্রীয় তদন্ত টিম।
শনিবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় দায়িত্বপাপ্ত সৈকত জোয়ারদারের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত টিম সরেজমিনে তদন্ত করতে জুড়ীতে আসেন।
এসময় তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য নেন। এরপর জুড়ী ক্যাম্প চত্বরে গত ১৩ জুন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য নেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি শামীম, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রতিনিধি দলে ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জুন রাতে জুড়ী থেকে ঢাকা যাওয়ার পথে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা করা হয়। ঘটনার মূল হোতা বলে উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নাম উঠে আসে।