বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌরশহরে পুলিশের অভিযানে গাজা সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলা থানা পুলিশের অভিযানে পৌর শহরের কসবা গ্রাম থেকে ফয়সাল আহমেদ (৪৪) নামের এক যুবকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ পৌর শহরের কসবা ত্রিমুখী বাজার থেকে তাকে এক কেজি পাচশত গ্রাম গাজা সহ আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, আটক ফয়সাল আহমেদ পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি পৌর শহরের কসবা গ্রামের মৃত ছমির আলীর পুত্র। বিয়ানীবাজার থানার এসআই মোঃ শাহ আলম ভূইয়া অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজারে থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সিলেট জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক মামলা রজু করা হয়েছে।