বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ১৭ বছর লন্ডন থেকে ফিরে জড়িয়ে ধরা হয়নি বাবা-মাকে, করোনায় ১২ দিনের ব্যবধানে মৃত্যু

জুবায়ের আহমদঃ ১৭ বছর পরে দেশে এসেও ইসমাইলের জড়িয়ে ধরা হলো না মা-বাবাকে। নিজের সব থেকে প্রিয় পিতা-মাতাকে একপলক দেখেই চির বিদায় দিতে হলো। মায়ের স্বপ্ন ছিল পশ্চিমা বিশ্বে সন্তানকে পাঠাবেন, পাঠিয়েও ছিলেন। কিন্তু একযুগের বেশি সময় ধরে সেখানে থাকা সন্তান যখন ফিরে আসলেন মা আর তাকে চিনলেন না। তার একদিন পর চিরতরেই চলে গেলেন। মাত্র ১২ দিনের ব্যবধানে করোনায় পিতা-মাতাকে হারিয়ে শোকে পাথর ব্রিটেন প্রবাসী ইসমাইল আহমদ (৩০)।

মাত্র ১২ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরার পূর্ব পারের মোহাম্মদ মঈন উদ্দিন ও তৈজুন নেছা দম্পতি।

এই দম্পতির জামাতা বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী আলী আহমদ জানান, ২৬জুলাই ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর পহেলা আগষ্ট করোনার উপসর্গ দেখা দেয় তার শ্বশুড় শ্বাশুড়ির৷ অবস্থার অবনতি হলে তাদের দুজনকেই স্বজনরা ভর্তি করেন বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকে৷ সেখানে র‍্যাপিড এ্যান্টিজেন টেস্টে কভিড পজিটিভ আসেন তারা। ৮ আগষ্ট শ্বাশুড়ির অবস্থার অবনতি হলে তাকে সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়।

তিনি বলেন, অন্যদিকে বিয়ানীবাজারের আলফা হাসপাতালে ভর্তি থাকা তার শ্বশুড়ের অবস্থার ১২ আগস্ট চরম অবনতি ঘটে। তড়িঘড়ি করে এম্বুল্যান্সে সিলেট নিয়ে যাওয়ার পথেই তিনি মৃত্যু বরণ করেন। শ্বশুড়ের মৃত্যুর ১২দিন পর শ্বাশুড়িও পাড়ি জমান পরপারে।

এদিকে, ১২ আগস্ট পিতার মৃত্যুর খবর পেয়ে ১৭ বছর পর বাবাকে শেষ বারের মত দেখতে লন্ডন থেকে দেশে ছুটে আসেন পুত্র ইসমাইল আহমদ। বাবাকে কফিনে দেখে শেষ বিদায় দিয়ে গিয়েছিলেন সিলেটে নর্থ ইষ্ট হাসপাতালে মাকে দেখতে৷ ১৭ বছর পর সন্তানকে দেখেও মা চিনতে পারলেন না তার সব থেকে প্রিয় সন্তানটিকে৷ ইসমাইল আহমদ পরম মমতায় খাইয়ে দিয়েছিলেন মাকে৷ আশা ছিলো মাকে সুস্থ করে নিয়ে ফিরে আসবেন বাড়ি কিন্তু বাড়ি ফেরা হলেও নিয়ে আসতে হয়েছে মায়ের মরদেহ। এমন শোকে অনেকটাই পাথর হয়ে গেছে পিতা মাতা হারানো ইসমাইল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ব্রিটেনে বসবাস করছেন, বিভিন্ন জটিলতায় দেশে আসা হয়নি। তবে এবার যে ফেরা হবে শোকের তা ভাবনায় ছিলোনা। প্রতিবেদকের সাথে কথা বলার সময় অনেকটা শোকে ভেঙ্গে পড়েছিলেন তিনি।

দীর্ঘদিনের এক সাথে পথ চলা ১২ দিন পূর্বে মারা যাওয়া স্বামির কবরের পাশেই কবর দেওয়া হয়েছে তৈজুন নেছাকে। মৃত্যুও আলাদা করতে পারে নি তাদের দুজনকে।

১২ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরের কথা নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, করোনা যে কতো করুণ কাহিনীর মুখোমুখি করছে মানুষকে তার প্রমান এই দম্পত্তি। করোনার সময়ে বিয়ানীবাজারের প্রথম সারির করোনা যোদ্ধা এ চিকিৎসক সবাইকে এমন পরিস্থিতি এড়াতে সচেতনভাবে চলার আহ্বান জানান।

Back to top button