‘পিচ অ্যাওয়ার্ডে’র মনোনয়ন পেলেন বিয়ানীবাজারের তন্ময়

টাইমস ডেস্কঃ আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজায় ‘গ্লোবাল পিচ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ বিতরণ করা হবে। এবার ২০ বাংলাদেশি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তন্মধ্যে সিলেটের তন্ময় পাল চৌধুরীও রয়েছেন।
তন্ময়ের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলায়। তবে তিনি ওই পৌরসভার খাসা এলাকায় পরিবারের সাথে বসবাস করেন।
পুরস্কারের বিষয়ে তন্ময় পাল চৌধুরী বলেন, ‘গ্লোবাল পিচ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়ে আনন্দিত। গ্লোবাল পিচ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।’
ওই অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তন্ময়।
তন্ময় পাল বিয়ানীবাজার সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি শৌখিন নাট্যদলের সাধারণ সম্পাদক। বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। এর আগে ২০১৮ সালে তিনি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
জানা গেছে, গ্লোবাল পিচ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ৬টি ক্যাটাগরিতে ১৮ জনকে প্রদান করা হয়। এবার পুরস্কারের জন্য আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বিভিন্ন দেশের ৪৮ জনকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ১৮ জনকে পুরস্কার প্রদান করা হবে।