বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিয়েফেরত যাত্রীবাহী মাইক্রোবাস খাদে

জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়েছে। তাতে মাইক্রোতে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামের মোড়ে যাত্রীবাহী মাইক্রোবাসটি আরেকট মাইক্রোকে অভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷
পড়ে স্থানীয়দের সহযোগীতায় ২ ঘন্টার প্রচেষ্ঠায় মাইক্রোবাসটি খাদ থেকে তুলা হয়।
রিফাত আহমেদ নামে একজন যাত্রী জানান, তাৎক্ষণিক ভাবে গাড়িটি পড়ার সাথে সাথে আমরা গাড়ি থেকে বেরিয়ে আসি। মোড়ে এসে হঠাৎ করেই গাড়িটি খাদে পড়ে যায় আমরা কিছু বুঝে উঠার আগেই।