ওসমানীনগর

হায় হোসেন-হায় হোসেন ধ্বনিতে ওসমানীনগরে আশুরা পালিত

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে তাজিয়া মিছিলের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র আশুরা। এই দিনকে ঘিরে আজ শুক্রবার (২০ আগস্ট) ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, রোজা পালন, গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেন। মসজিদে মসজিদে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এবার ওসমানীনগরে পবিত্র আশুরার জারি ও তাজিয়া মিছিল পালিত হয় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল পীর ওয়াছিদ আলীর বাড়ি পাঞ্জাতনের মোকাম, শাহ নূরুর রহমান শানুরের বাড়ির পাঞ্জাতনের মোকাম, মোতিয়ার গাঁও পাঞ্জাতনের মোকাম, নিজ করনসী পূর্বপাড়া পাঞ্জাতনের মোকাম, উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর পীরের বাড়ি পাঞ্জাতনের মোকাম, সাদিপুর ইউনিয়নের গজিয়া পাঞ্জাতনের মোকাম, ইব্রাহিমপুর পাঞ্জাতনের মোকাম, নলীকোনা পাঞ্জাতনের মোকাম, সৈয়দপুর পাঞ্জাতনের মোকাম, ধরখা পাঞ্জাতনের মোকাম ও পশ্চিম পৈলপুর ইউনিয়নের মশাখলা পাঞ্জাতনের মোকামে। এসব মোকামগুলোতে গত ১০দিন সকাল, দুপুর ও গভীর রাত পর্যন্ত মাতম, জারি, সঙ্গে রোজা ও নফল নামাজ, ইবাদত বন্দেগি ও শিরনী বিতরণ করা হয়।

ইব্রাহিমপুর পাঞ্জাতনের মোকামে আসা বৃদ্ধ আলী নূর বলেন, মহরম মাস মুসলিম জাতির ত্যাগ ও মহিমাময় মাস। পবিত্র আশুরার দিনে হযরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। বেদনাবিধূর এ দিনে ধর্মপ্রাণ মুসলমারা রোজা ও নফল নামাজসহ ইবাদত বন্দেগী করে থাকেন।

ওসমানীনগরের এওলাতৈল পীর ওয়াছিদ আলীর বাড়ি পাঞ্জাতনের মোকামের গদিশীন পীর মজনু মিয়া বলেন, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে হযরত (সা.মুহাম্মদ )-এঁর কনিষ্ঠ দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এজিদ বাহিনীর হাতে সপরিবারে শাহাদাৎ বরণ করেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এ আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। প্রতিবছরের মতো এবারও আমাদের পাঞ্জাতন মোকামে যথাযোগ্য মর্যাদায় মহরম পালিত হয়েছে।

Back to top button