বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শিক্ষককে পুড়িয়ে মারার আসামী রিপন লাল নাথ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী রিপন লাল নাথকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার সুনামপুর এলাকা থেকে তাকে আটক করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে ঘর থেকে ডেকে এনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

Back to top button