মৌলভীবাজার

মৌলভীবাজারে লাইভে এসে আ.ত্নহ.ত্যা করলেন জাদুশিল্পি সুমন

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে সুমন নামে এক জাদুশিল্পী আ.ত্ম.হ.ত্যা করেছেন। সোমবার রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আ.ত্ম.হ.ত্যা করেন।

সুমন শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। পাশাপাশি জাদু দেখাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে সবার কাছে ক্ষমা চান। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আ.ত্ম.হ.ত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টা আমরাও শুনেছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

Back to top button