জেলা পর্যায়ে খলিল চৌঃ আদর্শ বিদ্যা নিকেতনের ঐশীর কীর্তি

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ঐশ্বর্য দে ঐশী জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে জেলা পর্যায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে তৃতীয় স্থান অর্জন করেছে। গত শনিবার ১৪ আগষ্ট সিলেট জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের কাছ থেকে তৃতীয় স্থান অর্জন করায় পুরষ্কার গ্রহণ করে ঐশী।
সিলেট জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এ অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধিত্বকারী ঐশীর কীর্তিতে আনন্দিত বিদ্যালয় এবং বিয়ানীবাজারের সকল।
খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক শ্রী অমলেন্দু দে বলেন, আমাদের বিদ্যালয় থেকে তার এমন অর্জনে আমরা আনন্দিত। তবে আরো ভালো ফলাফল করলে আমরা খুশি হতাম। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
উল্লেখ্য,ঐশ্বর্য দে ঐশী খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক শ্রী অমলেন্দু দে’র কন্যা। সে একাধিকবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন সহ বিয়ানীবাজারের প্রতিনিধিত্ব করেছে।