বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেট শহরের উপশহরের সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা।
গ্রেপ্তারকৃত সরোয়ার আহমদ চৌধুরী শেওলা ইউনিয়নের কাকরদিয়া তেরাদল গ্রামের মৃত জামিল আহম্মদ চৌধুরীর ছেলে। সে আদালতের ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ছিল।
গোপন সংবাদে ভিত্তিতে রবিবার রাতে সিলেট শহরের উপশহর সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নুর মিয়াসহ এক দল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।