বিয়ানীবাজার সংবাদ

টিকা নেই বিয়ানীবাজারে, মেসেজের অপেক্ষায় ২৪ হাজার নিবন্ধনকারি

জুনিয়র প্রতিবেদকঃ শনিবার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১২৮ জনকে টিকা দেওয়ার পর শেষ হয়ে যায় সিনোফার্মের টিকা। টিকার মজুত না থাকায় বাকি গ্রহীতাদের টিকা দেওয়া সম্ভব হয় নি। সেজন্য টিকা গ্রহণ করতে আসা অনেক গ্রহীতা ফিরেগেছেন টিকা না পেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে৷

সরেজমিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখা যায় অনেক টিকা গ্রহীতা ভিড় জমিয়েছিলেন টিকা গ্রহণ করার জন্য। টিকা না থাকায় তারা বাধ্য হয়ে ফিরে যান। আবার অনেকেই ম্যাসেজ ছাড়াও এসে ভিড় জমিয়েছিলেন

আর কবে টিকা আসবে বিয়ানীবাজারে এমন প্রশ্নের জবাবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন ঢাকা থেকে টিকা আসতেছে৷ এখন পথিমধ্যে রয়েছে। যদি সঠিক সময়ে এসে পৌছায় তাহলে আমরা শনিবার থেকে শুরু কর‍তে আবার টিকা কার্যক্রম। তবে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না৷ টিকা পৌছানোর উপর নির্ভর করবে তা৷ তবে ম্যাসেজ ছাড়া যারা তাদের উদ্দেশ্যে তিনি বলেন ম্যাসেজ ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। সেজন্য অযথা এসে ভিড় না জমানোর জন্য তিনি আহব্বান করেন

তিনি আরও বলেন কবিশিল্ড এর ২য় ডোজের টিকা কার্যক্রম চলতেছে। প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার কবিশিল্ড এর ২য় ডোজেত কার্যক্রম চলবে। আজ শনিবার কবিশিল্ড ২য় ডোজ গ্রহণ করেছেন ৮০ জন

Back to top button