বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আরও ২৯ জন করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে প্রতিদিনই শুনতে হচ্ছে নতুন করোনা আক্রান্তের খবর। শুক্রবার রাতে নতুন করে উপজেলায় আরও নতুন ২৯ জন করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ নতুন করে আক্রান্তদের তথ্য দিয়ে জানান, এখন পর্যন্ত উপজেলায় ১২৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, পিসিআর ল্যাবে বিয়ানীবাজার হাসপাতাল থেকে প্রেরিত নমুনায় ১৬জন ও অন্যান্য হাসপাতাল থেকে ৫জন এবং র‍্যাপিড এ্যান্টিজেন টেস্টে বাকি ৮ জনের কভিড পজিটিভ ধরা পড়ে।

উল্লেখ্য, উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেছেন ৬০ জন এবং অনেকেই উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন।

Back to top button