বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে ইমামের মোটর বাইক চুরি

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলামের মোটর বাইক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ আগষ্ট) দুপুরের উপজেলা পরিষদ চত্বর থেকে হিরো লাল রঙের অন টেস্ট গ্লামার মোটর বাইকটি চুরি হয়। মোটর বাইকের মালিক নজরুল ইসলাম বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মোঃ নজরুল ইসলাম বিয়ানীবাজার টাইমসকে বলেন, আমি গত বুধবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বরে দুপুরের আধা ঘণ্টার জন্য আমার লাল হিরো গ্লামারটি কোর্ট বিল্ডিংয়ের কাছে রেখে যাই ফিরে এসে আর পাইনি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি, থানা পুলিশকে জানিয়েছি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, আমরা জেনেছি যে মোটর বাইকটি চুরি হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি জড়িতের খোঁজে বের করার।