বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনায় আরও দুই জনের মৃত্যু

বিয়ানীবাজার টাইমস- প্রতিদিনই বিয়ানীবাজারে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড গড়ছে প্রতিদিন। বিয়ানীবাজার উপজেলায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম।

বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তে আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ। এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় মোট মৃত্যু বরণ করেছেন ৬০ জন এবং মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২০৬ জন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন করোনার এমন কঠিন সময়ে প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থান করুন। পাশাপাশি তিনি সবাইকে মাস্ক পড়ার জন্য আহব্বান করেন।

Back to top button