বিয়ানীবাজার সংবাদ

লকডাউন শিথিলে বিয়ানীবাজারে জনজীবন হয়ে উঠেছে স্বাভাবিক

জুনিয়র প্রতিবেদকঃ কঠোর লকডাউন ১৯ দিন থাকার পর আজ বুধবার থেকে শিথিল করা হয়েছে। তাতে বিয়ানীবাজারের জনজীবন হয়ে উঠেছে স্বাভাবিক। পৌরশহরে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই পৌরশহরে সাধারণ মানুষের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় রাস্তায় বেড়েছে যানচলাচল। দীর্ঘদিন পর বিয়ানীবাজার হয়ে উঠেছে এখন ব্যস্ততম শহরে। স্বাভাবিকভাবে পৌরশহরের দোকানপাট খুলেছে, মার্কেটগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের ভিড় ছিলো বেশী।

লকডাউন শিথিলে এখন বিয়ানীবাজারে বেড়েছে যানবাহনের হর্ণের শব্দ। দুই দিন পূর্বেও যেখানে বিয়ানীবাজারে সাধারণ মানুষের চলাচল ছিল সীমিত আজ পৌরশহরে চলতে হচ্ছে মানুষ।

এদিকে, বিয়ানীবাজারের বাস স্ট্যান্ডগুলোতে আজ থেকে যথাসময়ে ছেড়েছে দুরপাল্লার বাস। শতভাগ যাত্রী নিয়েই রাস্তায় চলাচল করছে গনপরিবহন। আগের তুলনায় মানুষের মধ্যে মাস্ক ব্যবহার বেড়েছে, তবে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

অন্যদিকে, করোনা ভয়াবহ হয়ে উঠেছে বিয়ানীবাজারে। প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন বিয়ানীবাজার উপজেলা জুড়ে। স্বাস্থ্যবিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের এমন অবাধ বিচরণ হলে বিয়ানীবাজারবাসিকে গুনতে হবে কঠিন মাসুল। বিয়ানীবাজারের অবস্থা হয়ে উঠতে পারে আরও করুণ।

উল্লেখ্য, কুরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যা শেষ হয় ১০ আগস্ট।

Back to top button